বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০১:৫৬:৪৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’, উত্তাল সমুদ্র

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’, উত্তাল সমুদ্র

আন্তর্জাতিক ডেস্ক: ধেয়ে আসছে সামুদ্রিক ঝ'ড় কালমেগি। বিপ'দের সং'কেত দিচ্ছে উত্তা'ল সমুদ্র। ইতোমধ্যে ফিলিপাইন উপকূলে বইতে শুরু করেছে ঝ'ড়ো হাওয়া। আর কয়েক ঘণ্টার মধ্যেই আছ'ড়ে পড়বে ঝড়।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর কালমেগিই ফিলিপাইনের সবচেয়ে ভ'য়াব'হ ঝ'ড় হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এ ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরের বুকে চারদিন ধরে তা'ণ্ড'ব চালিয়ে টাইফুন আকারে দ্রু'ত ধে'য়ে আসছে স্থলভাগে। আগামী কয়েক ঘণ্টায় তা আ'ছড়ে পড়বে ফিলিপাইন উপকূলে। কালমেগির করাল থা'বা থেকে বাঁ'চা'তে উপকূলীয় এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে