বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০৮:৩৯:৩২

ভিসা কারচুপি ও অবৈধভাবে প্রবেশ করার দায়ে ১৫০ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ভিসা কারচুপি ও অবৈধভাবে প্রবেশ করার দায়ে ১৫০ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: এক মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় নাগরিকদের দেশে ফে'রত পাঠাল যুক্তরাষ্ট্র। ভিসা কা'রচুপি ও অবৈ'ধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার দায়ে ১৫০ জন ভারতীয় নাগরিককে ফে'রত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বুধবার তাদের বহনকারী ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসা ভারতীয়দের বেশির ভাগই পাঞ্জাব-হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। তাদের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে।

যুক্তরাষ্ট্র বিশেষ একটি বিমানে করে দেশটিতে অবৈ'ধভাবে অবস্থানরত এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠায়। ওয়াশিংটন থেকে বাংলাদেশ হয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দিল্লি­ বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ফ্লাইটটি অবতরণ করে।বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, এসব ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি লঙ্ঘ'ন করেছেন কিংবা তারা দেশটিতে অবৈ'ধভাবে বসবাস করছিলেন। এর আগে গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের সাথে সীমা'ন্ত লাগোয়া দেশ মেক্সিকোর অভি'বাসন কর্তৃপক্ষ এক নারীসহ ৩০০ জন ভারতীয়কে ফে'রত পাঠায়।

এখন ভারতীয় নাগরিক মেক্সিকো হয়ে অবৈ'ধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের আট'ক করে ফেরত পাঠায় দেশটির সরকার। মাসখানেক আগে ২৩ অক্টোবরও একই ভাবে ১১৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে