রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ১২:৪৯:৪৬

'আমার মুখ আর দেখতে হবে না' স্ত্রীকে ভিডিও কল করে স্কুল পরিদর্শকের আত্মহ'ত্যা

'আমার মুখ আর দেখতে হবে না' স্ত্রীকে ভিডিও কল করে স্কুল পরিদর্শকের আত্মহ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : রাতে স্ত্রীকে ভিডিও কল করেছিলেন। কিন্তু সেই বিষয়টি স্ত্রী শ্বশুরবাড়ির কাউকে কিছুই জানাননি। পরদিন সকালে ছেলের ঝু'ল'ন্ত দেহ উ'দ্ধা'রের খবর পান বাবা-মা। আর এই ঘটনায় বউমাকেই দা'য়ী করছেন তারা।

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির একটি ভাড়া বাড়িতে শনিবার ঝু'ল'ন্ত দে'হ উ'দ্ধা'র হয় কলানবগ্রাম সার্কেলের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক তাপস মণ্ডল (২৯)-এর। মেমারি থানার পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন। 

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন রাত পর্যন্ত লিখিত কোনও অভিযোগ হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃ'ত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পেয়ে এদিন বেলায় মেমারি থানায় আসেন মৃ'তের বাবা তারক মণ্ডল ও পরিবারের অন্য সদস্যরা। 

তারক বলেন, “১১ মাস আগে প্রাথমিক শিক্ষিকার সঙ্গে ছেলের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই বউমা বাপের বাড়িতেই থাকত। ছেলে আনতে গেলেও আসতে চাইত না। আমরা পরে জানতে পারি এলাকার একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে বউমার। সেই কারণেই ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এই ম'র্মা'ন্তিক কা'ণ্ড ঘটিয়েছে।”

তিনি জানান, দিন সাতেক আগে বউমা তাদের বাড়িতে এসে থাকছিল। তিনি বলেন, “ছেলে যে এমন সিদ্ধান্ত নিয়েছে তা বউমা জানত। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বউমাকে ভিডিও কল করে ঝুলে পড়তে যাচ্ছে তা দেখিয়েছিল। কিন্তু বউমা সেই সময় আমাদের কিছুই জানায়নি।”

তারক আফশোস করছিলেন, বউমা যদি তাদের বিষয়টি জানাত তাহলে তারা তাপসকে বুঝিয়ে নি'র'স্ত করতে পারতেন। কিন্তু সেটা হল না। পুলিশ তাপসের মোবাইলটি বা'জেয়া'প্ত করেছে। তাতে বেশ কিছু মেসেজ পয়েছে পুলিশ। তাপস রাতে তার স্ত্রীকে শেষ যে মেসেজটি পাঠিয়েছিলেন তাতে লেখা রয়েছে, “আমার মুখ আর তোমায় দেখতে হবে না।” 

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীর প্রতি অ'ভিমা'ন করে আ'ত্মঘা'তী হয়েছেন তাপস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাপসের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুলিয়া থানায় সিমলিয়া গ্রামে। কর্মসূত্রে মেমারি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ১১ মাস আগে বাদুলিয়ার চাঁদপাড়ার বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার লাবণী মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তার।

মেমারির ভাড়াবাড়িতে পাশের ঘরেই থাকেন মেমারি সার্কেলের প্রাথমিক স্কুল পরিদর্শক ভজন ঘোষ। তিনি জানান, এদিন সকালে মেমারি-১ ব্লকের যুগ্ম বিডিও উজ্জ্বল সর্দার একাধিকবার তাপসের মোবাইলে ফোন করেন। রিং হলেও ফোন ধরেননি। তখন তিনি ভজনকে ফোনে বিষটি বলেন। তাকে খোঁজ নিতে বলেন তাপসের ঘরে গিয়ে।

ভজন গিয়ে তাপসের ঘরে ধা'ক্কাধা'ক্কি করলেও কোনও সাড়া পাননি। তখন জানালা ঠেলে দেখেন সিলিং ফ্যান থেকে ঝু'ল'ছেন তাপস। গলায় ও'ড়'নার ফাঁ'স লাগানো। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে দে'হ উ'দ্ধা'র করে। ভজন জানান, ব্যক্তিগত কোনও সমস্যার কথা তাপসের তাদের জানাননি। জেলা বিদ্যালয় পরিদর্শক নায়ারণচন্দ্র পালও যান ঘটনাস্থলে। সহকর্মীর মৃ'ত্যু'তে শো'কস্ত'ব্ধ জেলার শিক্ষা দপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে