রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ০২:৪৯:২৩

অ্যাম্বুল্যান্সে কী জাদুতে এক লহমায় সুস্থ হয়ে গেলেন নওয়াজ শরিফ, তা আমাকে অবাক করেছে: ইমরান খান

অ্যাম্বুল্যান্সে কী জাদুতে এক লহমায় সুস্থ হয়ে গেলেন নওয়াজ শরিফ, তা আমাকে অবাক করেছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অসু'স্থতা আদৌ গুরু'তর কি না, সে ব্যাপারে সন্দে'হ প্রকাশ করলেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। নওয়াজ শরিফের স্বাস্থ্য নিয়ে ইমরান খান বলেন, আমাকে বলা হয়েছিল, নওয়াজ শরিফের বিদেশে চিকিত্‍‌সা না-করালে, তিনি যে কোনো সময় মা'রা যাবেন। কিন্তু, এয়ার অ্যাম্বু'ল্যা'ন্সে ওঠার কিছুক্ষণের মধ্যেই তাকে আর গুরু'তর অসু'স্থ বলে মনে হয়নি। লন্ডনে তাকে সম্পূর্ণ সু'স্থই দেখাচ্ছে।

ইমরান খান আরো জানান, তিনি নিজে নওয়াজ শরিফের মেডিক্যাল রিপোর্ট দেখেছেন। তাতে হা'র্টের সম'স্যা, ডায়া'বেটিস, প্লা'টিলে'ট কমে যাওয়াসহ অন্তত ১৫ টি অসু'খের কথা উল্লেখ রয়েছে। তাকে কিভাবে এয়ার অ্যাম্বু'ল্যা'ন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে চি'ন্তা ছিল। 

তিনি আরো বলেন, লন্ডনের এয়ার অ্যা'ম্বুল্যা'ন্সে নওয়াজ শরিফকে দেখে আমি সত্যি বিস্মি'ত হই। তিনি অসু'স্থ বলে মনেই হয়নি। পাকিস্তানের তাব'ড় তা'বড় ডাক্তাররা যাকে সু'স্থ করতে পারলেন না, তিনি এয়ার অ্যাম্বুল্যান্সে কী জা'দুতে এক লহমায় সুস্থ হয়ে গেলেন, তা আমাকে অবা'ক করেছে।

দুর্নী'তির মামলায় সাত বছরের জেল হওয়ায়, পাকিস্তানের আদালতে কা'রাভো'গ করছিলেন নওয়াজ শরিফ। কিন্তু, মাঝে প্লা'টিলে'ট কাউ'ন্ট অস্বা'ভাবিক হা'রে কমে যাওয়ায় তাকে জেল থেকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভ'র্তি করা হয়। কয়েক সপ্তাহ ধরে চিকিত্‍‌সার পরেও তার প্লা'টিলে'ট কাউ'ন্ট না বা'ড়ায় উদ্বে'গ প্রকাশ করেন সংশ্লিষ্ট ডাক্তাররা। 

বিদেশ ছাড়া র'ক্তের জটিল অসু'খের চিকিত্‍‌সা সম্ভব নয় বলে জানিয়ে দেন ডাক্তাররা। নওয়াজের এই শারীরিক অসুস্থ'তার কারণেই হাইকোর্ট তাকে অন্তর্ব'র্তীকা'লীন জামিন দেয়। ইমরান সরকারের সঙ্গে আইনি ল'ড়া'ইয়ে চিকিত্‍‌সার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও তিনি আদা'য় করে নেন। 

ইমরান খানের সরকার মোটা অঙ্কের টাকা জমা রাখার শ'র্ত চাপি'য়ে, শরিফকে বিদেশি যাওয়ার অনুম'তি দিয়েছিল। কিন্তু, তিনি তা অন্যা'য্য, অসাং'বিধা'নিক উল্লেখ করে সরকারি সিদ্ধা'ন্ত প্রত্যা'হার করেন। পরে, হাইকোর্ট থেকে ছা'ড়পত্র পেয়ে লন্ডনে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে