সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯, ০৪:১৭:৩৫

বড় ভাইয়ের সঙ্গে পা'লাল মেয়ে, ছোট ভাইকে পু'ড়ি'য়ে হ'ত্যা

বড় ভাইয়ের সঙ্গে পা'লাল মেয়ে, ছোট ভাইকে পু'ড়ি'য়ে হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পঞ্জাবে জশপ্রীত নামের ১৭ বছরের এক কিশোরকে আগু'নে পু'ড়ি'য়ে হ'ত্যা করার অভি'যোগ ওঠছে তার বউদির (ভাইয়ের বউ) পরিবারের বিরু'দ্ধে। ওই কিশোরকে নৃ'শং'সভাবে হ'ত্যা করার অভিযো'গে তিন জনের বিরু'দ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।

জশপ্রীতের বাবা সুরাট সিং জানান, প্রতিবেশী গুরপ্রীত সিঙের পরিবারের ই'চ্ছের বিরু'দ্ধে তার সঙ্গে বিয়ে করেন বড় ছেলে কুলবিন্দর সিং। একা'ন্তে বিয়ে করে বুধলাদা নামক অঞ্চলে চলে যায় এই যুগল। সম্প্রতি তাদের একটি পুত্রসন্তানের জন্ম হওয়ায় গুরপ্রীতের বাড়ি গিয়ে সুখবরটা দেন জশপ্রীত। তবে গুরপ্রীতের পরিবার বিয়ে মেনে নিতে পারেনি। আর তাদের প্রতি'শো'ধের আগু'নে মা'রা যান জশপ্রীত। 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুরপ্রীতের ভাই জশন, তুতো ভাই গুরজিত্‍‌ সিং ও তাদের এক বন্ধু রাজু জশপ্রীতের হাত বেঁ'ধে মু'খে কাপ'ড় চা'পা দিয়ে অন্য'ত্র নিয়ে যায়। এরপর তার গা'য়ে পেট্র'ল ঢে'লে আগু'নে পু'ড়ি'য়ে হ'ত্যা করে। শনিবার রাতে বিষয়টি জানতে পারে জশপ্রীতের পরিবার। এলাকারই একটি চালকলের কাছ থেকে উদ্ধা'র হয় জশপ্রীতের অ'গ্নিদ'গ্ধ দে'হ।

মানসা শহরের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সুখজিত্‍‌ সিং জানান, হ'ত্যার মা'মলা দা'য়ের করা হয়েছে। শিগ'গিরই অভিযু'ক্তদের গ্রেপ্তার করা হবে। জশপ্রীতের দেহ ময়'নাতদ'ন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে