আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের বালারি শহরের এক ব্যক্তি নিজের স্ত্রী ও তার বন্ধুর ন'গ্ন ভিডিও হাইকোর্টে জমা দিয়ে বিবাহ বি'চ্ছে'দের মামলা করেছিলেন। শেষমেশ স্ত্রীর পরকীয়ার প্রমাণ পাওয়ায় এই ব্যক্তির আবেদনের পক্ষে রায় দেন হাইকোর্ট।
গণমাধ্যমটি জানায়, ১৯৯১ সালের ৭ জুলাই বিয়ে হওয়া এই দম্পতির দুটি মেয়ে আছে। ২০০৮ সালের ৪ থেকে ৯ জুন বেঙ্গালুরু যান এই ব্যক্তি। ওই সময় তিনি স'ন্দে'হের জেরে বেডরুমে লুকিয়ে রাখেন ডিজিটাল ভিডিও রেকর্ডার। তখন এক বন্ধুকে বাড়িতে ডাকেন তার স্ত্রী। পুরো ঘটনা রেকর্ড হয় রেকর্ডারটিতে।
গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, এরপর স্ত্রীর বি'রু'দ্ধে পরকীয়া ও নি'ষ্ঠু'রতার অভিযোগ এনে বিবাহ বি'চ্ছে'দের মামলা করেন স্বামী। কিন্তু নিম্ন আদালতে স্ত্রী দাবি করেন, তার স্বামীর প'র্নো'গ্রাফি বানানোর অভ্যাস আছে। তাই তাকে দিয়ে জোর করে এই কাজ করিয়েছেন।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, নিম্ন আদালতে হে'রে যাওয়ার পর হাইকোর্টে মামলা করেন বালারির এই বাসিন্দা। তিনি এসময় ভিডিওটি হাইকোর্টে জমা দেন। এদিকে তাদের এক মেয়ে বাবা বাড়িতে না থাকলে মায়ের বন্ধু আসার বিষয়টি জানায়। হাইকোর্ট শেষমেশ স্বামীর পক্ষে রায় দেন। সূত্র : আনন্দবাজার