আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে একের পর এক সাইক্লো'ন। কিছুদিন আগেই ভারতে আছ'ড়ে পড়েছিল বুলবুল, সেই জের আজও চলছে। এখনও বহু মানুষ ঘর পায়নি। এরই মধ্যে সাইক্লো'ন কালমেগির খবরে আত'ঙ্ক ছড়ি'য়েছিল, যদিও ‘কালমেগি’ ভারতের দিকে আসেনি। এবার আসছে আরও এক ঘূ'র্ণিঝ'ড় ‘রিতা’।
গত বছর সাইক্লো'ন ‘গীতা’র ধা'ক্কা'য় ত'ছন'ছ হয়ে গিয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবার আসছে ‘রিতা’। নিউজিল্যান্ডে আছড়ে পড়ার সম্ভাবনা সেই ট্রপিক্যাল সাইক্লোনের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সত'র্ক থাকা জরু'রি। যে কোনো পরিস্থি'তির জন্য তৈরি থাকতে হবে।
সাম্প্রতিককালে এটাই সর্ব প্রথম ট্রপি'ক্যাল সাইক্লো'ন। ফিজির মেট সার্ভিস প্রথম এই ওয়া'র্নিং দিয়েছে। দ্রু'ত এই সাইক্লো'ন ‘ক্যাটাগরি-২’ তে পরিণত হবে বলে জানা গেছে। এই ঝড়ের জে'রে একটা বড় অঞ্চলে ব্যা'পক বৃষ্টিপাত হবে বলে আশ'ঙ্কা করা হচ্ছে।
১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগি'য়ে আসছে সেই ঝড়। আছ'ড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কিমি। প্রত্যেক বছর অন্তত একটা করে ট্রপি'ক্যাল সাইক্লো'নের শিকা'র হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সময়টা ঘূর্ণিঝড়ের সময়। প্রত্যেক বছরেই ঘূ'র্ণিঝ'ড়ে ক্ষতিগ্র'স্ত হয় নিউজিল্যান্ড।
কিছুদিন আগেই ভিয়েতনামের দিকে ধে'য়ে এসেছিল ঘূর্ণি'ঝড় কালমেগি। ২০ নভেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে ১০৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখনই সত'র্কবা'র্তা জারি করে আবহাওয়া দফতর।
এরপর ২১ নভেম্বর নাসার অ্যাকোয়া স্যাটেলাইটে ধ'রা পড়ে সেই ছবি। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে, ঝ'ড়ের কোনো আকার নেই। ইতোমধ্যেই এই ঝ'ড়ের জন্য ৫ হাজার মানুষকে নিরা'পদে সরি'য়ে নিয়ে যাওয়া হয়।