মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ০৭:২০:৪৬

কুরআন অবমাননা করায় নরওয়ের রাষ্ট্রদূতকে ইমরান খানের তলব

কুরআন অবমাননা করায় নরওয়ের রাষ্ট্রদূতকে ইমরান খানের তলব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নরওয়েতে পবিত্র কুরআনের অবমাননার ঘটনায় ম'র্মাহ'ত এবং তী'ব্র নি'ন্দা ও প্র'তিবা'দ জানিয়ে ওআইসিন'র সঙ্গে যোগাযোগের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নি'র্দে'শ দিয়েছেন।

ডেইলি পাকিস্তান জানায়, সোমবার তেহরিকে ইনসাফের কার্যকরী কমিটির বৈঠকে পাক প্রধানমন্ত্রী নরওয়ের ঘটনায় তী'ব্র নি'ন্দা জানিয়েছেন।

ইমরান খান বলেন, ইসলামের বিরুদ্ধে উ'স্কা'নিমূলক কর্মকা'ণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নরওয়ের ঘটনাটি পশ্চিমা বিশ্বে ইস'লামফো'বি'য়ার একটি উদাহরণ। বিষয়গুলোর পর্যালোচনা করা খুবই জরুরি।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে ওআইসিতে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতি বলা হয়, নরওয়ের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, কুরআনের অ'সম্মান করায় পাকিস্তানের সরকার এবং জনসাধারণ গভীরভাবে উ'দ্বি'গ্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে