মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ০৯:৪৮:১৭

ফের অশান্ত কাশ্মীর : সন্ধ্যায় আরেক সরকারি অনুষ্ঠানে ভ'য়াব'হ বি'স্ফো'রণ!

ফের অশান্ত কাশ্মীর : সন্ধ্যায় আরেক সরকারি অনুষ্ঠানে ভ'য়াব'হ বি'স্ফো'রণ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাকোরা বোদাসগামে ভ'য়াব'হ বি'স্ফো'র'ণের ঘটনা ঘটেছে। এতে দুই বেসামরিক ব্যক্তি নি'হ'ত হয়েছেন। এ ছাড়াও আ'হ'ত হয়েছেন কমপক্ষে চার জন।

আজ মঙ্গলবার ওই ঘটনা ঘটে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘ব্যাক টু ভিলেজ’ নামে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন এই বি'স্ফো'র'ণের ঘটনা ঘটে। এই ঘটনা কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হা'ম'লা'কারীদের সন্ধানে ত'ল্লা'শি অ'ভি'যান চালাচ্ছে।

এর আগে আজ বিকেলে কাশ্মীরে আরো একটি বি'স্ফো'রণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে কাশ্মীর ইউনিভার্সিটির কাছে গ্রে'নে'ড হা'ম'লা হয়। এই হা'ম'লায় আ'হ'ত হয়েছেন দুই জন সাধারণ মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে