বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১২:৩১:২৯

চার দিনের মাথায় ভেঙে গেল বিজেপির সরকার

চার দিনের মাথায় ভেঙে গেল বিজেপির সরকার

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নেয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যা'গ করলেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ। এর মধ্য দিয়ে নবগঠিত মহারাষ্ট্রের বিজেপির সরকারের স্থায়িত্ব মাত্র চার দিনের বেশি হল না।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে দেবেন্দ্র ফাডনবিশ বলেন, বিজেপি ও শিবসেনার পক্ষে রায় দিয়েছে মহারাষ্ট্রের মানুষ। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি সরকার গঠনের জন্য আমাদের ডাকেন কিন্তু শিবসেনা আলোচনায় কোনও আগ্রহ দেখায়নি। তাই সরকার গঠন করা হয়নি।

এর আগে অজিত পাওয়ার নিজের দল ত্যা'গ করে বিজেপিতে ভিড়ে উপমুখ্যমন্ত্রী এবং ফাডনবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পর পদত্যা'গ করেন অজিত পাওয়ার। এরপর ফাডনবিশও পদত্যা'গ করেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, অজিত পাওয়ার পদত্যা'গ করায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার উপায় নেই। আমরা ঘোড়া কেনাবেচা করতে চাইনি। তাই আমি পদত্যা'গের সিদ্ধান্ত নিয়েছি। পরে রাজভবনে গিয়ে রাজ্যপালকে পদত্যা'গপত্র দিয়ে আসেন ফাডনবিশ।

সুপ্রিম কোর্ট মঙ্গলবার রায় দেন, বুধবার বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফাডনবিশ সরকারকে। দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে আস্থাভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রোটেম স্পিকার বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন এবং তিনিই আস্থাভোট পরিচালনা করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে