আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক স্থাপনায় বিমান হাম'লা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অবস্থিত ওই স্থাপনায় এ হাম'লা চালানো হয়। তবে এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ইসরায়েলের দাবি, গাজা উপত্যকা থেকে রকেট নি'ক্ষে'পের জবাবে তারা এ হা'মলা চালিয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিছাই আদ্রায়ি অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দুইটি রকেট নি'ক্ষেপ করা হয়।
ইসরায়েলি বাহিনীর হা'মলায় আক্রান্ত স্থাপনাটি হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ব্যবহার করতো বলে জানা গেছে।