বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০৪:৫৯:৪৭

ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল পেয়েছে বিজেপি, এই জয় মানুষের: মমতা ব্যানার্জী

ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল পেয়েছে বিজেপি, এই জয় মানুষের: মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : বেলা পৌনে বারোটা। উপনির্বাচনের গণনা তখনও শেষ হয়নি। সবে কালিয়াগঞ্জে তৃণমূলের জয়ের খবর এসেছে। সেই সঙ্গে খড়্গপুর ও করিমপুর দুই আসনেই স্বস্তিজনক ব্যবধানে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। 

পরিস্থিতি যখন এমনই তখন ভোট সাফল্য প্রতিক্রিয়া জানাতেও আর দেরি করলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বললেন, “ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল বিজেপি। এই জয় মানুষের জয়।”

সকাল থেকেই বাড়িতে বসে টিভির পর্দায় চোখ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে টেলিফোনে প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলেন দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কারণ, শুভেন্দু উত্তর দিনাজপুর তথা কালিয়াগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুর তথা খড়্গপুর সদর আসনের পর্যবেক্ষক। 

তিন আসনেই তৃণমূলের জয় যে অনিবার্য তা আন্দাজ করেই তার প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, 'লোকসভা ভোটের পর থেকেই বিজেপির দ'ম্ভ বেড়ে গিয়েছিল। এনআরসি করে দাও, একে নাগরিকত্ব দাও ওকে দেশ থেকে বের করে দাও। যেন জমিদারি ওদের। নাগরিকত্ব দেওয়ার ওরা কে! এমনিতেই তো সবাই এ দেশের নাগরিক।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে