শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ০২:৩৮:৩৪

পরিচ্ছন্নতা কর্মী পদে ৭ হাজার ইঞ্জিনিয়ার-স্নাতক ডিগ্রিধারীর আবেদন!

পরিচ্ছন্নতা কর্মী পদে ৭ হাজার ইঞ্জিনিয়ার-স্নাতক ডিগ্রিধারীর আবেদন!

আন্তর্জাতিক ডেস্ক : স্বল্প বেতনে চাকরির আবেদনে ভারতের বেকারত্বের সংক'টের ভ'য়াবহ চিত্র দেখতে পাওয়া যায়। ছোটখাটো সরকারি চাকরি পেতে পিএইচডি ডিগ্রিধারী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ ব্যক্তিরাও মুখি'য়ে থাকেন।

সম্প্রতি তামিলনাড়ুর একটি শহরের মিউনিসিপ্যাল করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীর পদে আবেদন করেছেন ৭ হাজার ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় স্নাতক ও ডিপ্লোমাধারীরা।

হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার এই পদের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয় কইম্বাতরে মিউনিসিপ্যাল করপোরেশন। এই পদে ৫৪৯ জন কর্মী নিয়োগ দেয়া হবে। এতে দেখা যায়, আবেদনকারীদের মধ্যে ৭ হাজার জন উচ্চ ডিগ্রিধারী। যাদের মধ্যে আছেন ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের স্নাতক।

এই পদের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে বাংলাদেশের এসএসএসি সমমানের এসএসএলসি পাশ। কিন্তু আবেদনকারীদের ৭০ শতাংশই উচ্চ ডিগ্রিধারী। যদিও পদটির বেতন হচ্ছে মাত্র ১৫৭০০ টাকা।বেকারত্বের সংক'টের কারণে স্বল্প বেতনের চাকরিতে আবেদন করতে দেখা যায় উচ্চ ডিগ্রিধারীদের। যাদের অনেকেরই প্রত্যাশা একটি সরকারি চাকরি।

উচ্চ শিক্ষিতদের অনেকেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মাত্র ৬ থেকে ৭ হাজার টাকায়। সে জন্য নিম্ন বেতনের সরকারি চাকরির প্রতি আগ্রহী হন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে