শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ০৭:৪০:০৯

ঝাড়ুদার পদে ৩৫০০ ইঞ্জিনিয়ার-এমবিএ পাস চাকরিপ্রার্থী!

ঝাড়ুদার পদে ৩৫০০ ইঞ্জিনিয়ার-এমবিএ পাস চাকরিপ্রার্থী!

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েক বছর ধরে ভারতীয় বিশ্লেষকরা আশঙ্কা করছিল, দেশটিতে বেকারত্ব বাড়তে পারে। সেই আশঙ্কার চিত্র ফুটে উঠেছে তামিলনাড়ুতে। সেখানে ঝাড়ুদার পদে প্রার্থী হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার ইঞ্জিনিয়ার ও এমবিএ পাস।

এর আগে দেশটির পশ্চিমবঙ্গে ডোমের জন্য নাম লিখিয়েছিলেন স্নাতকোত্তর পাস করা ছাত্ররা। এবারে তামিলনাড়ুর ওই শহরে ঝাড়ুদারের পদে নিয়োগের জন্য নাম নথিভুক্ত করেছেন ৩ হাজার ৫০০ জন এমবিএ এবং ইঞ্জিনিয়ারিং পাস।

শুক্রবার (২৯ নভেম্বর) একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে বলা হযেছে, কোয়েম্বাটুর শহরের ঝাড়ুদারের ১৪টি পদের জন্য ইতিমধ্যে প্রায় ৪০ হাজার নাম জমা পড়েছে। এর মধ্যে একটা বিরাট সংখ্যক উচ্চশিক্ষিত ছাত্র-ছাত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে