বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৪:১৫

সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের আহ্বান দুই ‘মালালা’র

সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের আহ্বান দুই ‘মালালা’র

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের আহ্বান জানানিয়েছেন দুই মালালা। এর একজন হলেন শান্তিতে নোবেল বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাই। একই সঙ্গে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থী শিশুদের শিক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি। মঙ্গলবার ব্রিটেনের নিউক্যাসলে মালালার সঙ্গে দেখা হয় 'সিরিয়ার মালালা' খ্যাত সিরীয় নারী শিক্ষা অধিকারকর্মী মাজুন আমেল্লেহানের (১৭)। ব্রিটেনে আশ্রয় পাওয়া প্রথম সিরীয় শরণার্থীদের মধ্যে রয়েছেন মাজুনের পরিবারও। মঙ্গলবার নিউক্যাসলে সিরীয় শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন ১৮ বছর বয়সী মালালা। সেখানেই মালালা ও মাজুন দু'জনেই সিরিয়ায় সংঘাত বন্ধ ও শিশুদের শিক্ষার ব্যবস্থা করে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। এই দু'জনের প্রথম দেখা হয়েছিল গত বছরের শুরুর দিকে, জর্ডানে সিরীয় শরণার্থীদের শিবিরে। মাজুন তার কাজের জন্য অনেক আগেই 'সিরিয়ার মালালা' খ্যাতি পেয়েছেন। জর্ডানের সেই শিবিরে শরণার্থী মা-বাবাদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করানোর তাগিদ দিতেন। দুই কিশোরী নারী শিক্ষা আন্দোলনকর্মীর প্রথম দেখার পর জর্ডানের সেই আশ্রয় শিবিরে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে ৪৪ লাখে দাঁড়িয়েছে। ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত সিরিয়ায় মারা গেছেন আড়াই লাখের বেশি মানুষ। গৃহচ্যুত হয়েছেন আরও কয়েক লাখ। এদের বেশির ভাগই সিরিয়ার প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। দুই ভিন্ন ঘটনায় কিশোরী দুই নারী শিক্ষাকর্মীরই ঠাঁই হয়েছে ব্রিটেনের মাটিতে। তালেবানের গুলিতে মরণাপন্ন মালালা লন্ডনে চিকিৎসা শেষে পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন বার্মিংহামে। আর শরণার্থী হিসেবে সপরিবারে ব্রিটেনে আবাস গেড়েছেন মাজুন। সূত্র: রয়টার্স ২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে