শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ১১:১৮:৫১

টানা ১৭ শুক্রবার জুমার নামাজ হয় না শ্রীনগরের জামে মসজিদে!

টানা ১৭ শুক্রবার জুমার নামাজ হয় না শ্রীনগরের জামে মসজিদে!

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীনগরের জামে মসজিদে নামাজ আদায় হয়নি লাগাতার ১৭ শুক্রবার। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারা প্রত্যাহেরর পর থেকে বন্ধ করে দেয়া হয় শ্রীনগরের জামে মসজিদে জমায়াত। জুমাবারের নামাজ আদায়ের উপরও জারি করা হয় নিষেধাজ্ঞা।

বিরোধীদের অভিযোগ উড়িয়েছে কাশ্মির প্রশাসন
এদিকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে জম্মু ও কাশ্মিরে জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে উড়িয়ে দেয় নবগঠিত কেন্দ্রশাসিত প্রশাসন।

মামলা চলছে সুপ্রিমকোর্টেও
এই বিষয়ে সুপ্রিমকোর্টে চলা এক মামলার প্রেক্ষিতে বিচারপতিদের প্রশ্নের জবাবে কাশ্মির সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘উপত্যকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জনস্বাস্থ্য, স্কুল-কলেজ, সংযোগ ব্যবস্থা ও পরিবহণের মতো সব অত্যাবশ্যক পরিষেবা স্বাভাবিকভাবে চলছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, নয়া ব্যবস্থা উপত্যকাবাসী বেশ খুশি বলেও শীর্ষ আদালতকে জানানো হয়েছে। শুধুমাত্র সমস্যা সৃষ্টিকারী জনগণ মনে করছে উপত্যকা এখনও স্বাভাবিক নয়।’

পাঁচ হাজারের বেশি নেতা কর্মী বন্দী উপত্যকায়
এদিকে কাশ্মিরে ৫,০০০ জনেরও বেশি মানুষকে প্রতিরোধমূলকভাবে গ্রেফতার করা হয়েছে ৫ আগস্ট থেকে। এদের মধ্যে ৬০৯ জন এখনো হেফাজতে রয়েছেন। এদের মধ্যে পাথর ছোঁড়া বিচ্ছিন্নতাবাদী, রাজনৈতিক কর্মী ও আরো নানা ক্ষেত্রের মানুষ রয়েছেন বলে জানা গেছে।

বাংলার পাঁচ সহ ভিন রাজ্যের কর্মীদের মৃত্যু
তবে এত কিছুর মাঝেও গত মাসে সন্ত্রাসবাদীদের হাতে খুন হল পশ্চিমবঙ্গ থেকে কাশ্মিরে কাজ করতে যাওয়া পাঁচ শ্রমিক এবং দুইজন ট্রাক চালক। অবশ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা নাকি প্রায় শূন্যে এসে ঠেকেছে।

শীঘ্র নির্বাচন বলে দাবি লেফটেন্যান্ট গর্ভনরের
এদিকে খুব শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মিরের নতুন লেফটেন্যান্ট গর্ভনর গিরীশ চন্দ্র মুর্মু। তবে প্রশ্ন উঠেছে যেখানে সাধারণ মানুষের প্রার্থনা করার অধিকার নেই সেখানে কতটা অবাধে নির্বাচন করা সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাছাড়া রাজনৈতিক নেতাদের বন্দি রেখেই বা কেমন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কাশ্মিরে!
সূত্র : অন ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে