আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় স্থানীয় বি'দ্রো'হী গো'ষ্ঠী মাওবাদীরা একটি সেতু বো'মা মে'রে উড়িয়ে দিয়েছে। কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠির ওপরে বিজেপি সমর্থকরা আ'ক্র'মণ করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পরই মাওবাদীরা গুমলা জেলার বিষ্ণুপুরের একটি সেতু বো'মা মে'রে উড়িয়ে দেয়। রাজ্যের ডেপুটি কমিশনার শশী রঞ্জন বলেন, হ'তাহ'তের কোনও খবর পাওয়া যায়নি। ভোটদানেও এর কোনও প্র'ভা'ব পড়েনি। বিধানসভা নির্বাচন ব'য়ক'টের ডাক দিয়েছিল মাও'বা'দীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটদানে বা'ধা দিতে ভোটারদের মনে ভ'য় সৃষ্টির উদ্দেশ্যেই তারা বি'স্ফো'র'ণে সেতু উড়িয়ে দিয়েছে।
প্রথম দফায় শনিবার ঝাড়খণ্ডের মোট ১৩টি বিধানসভা আসন যথাক্রমে ছাত্রা (এসসি), গুমলা (এসসি), বিশনপুর (এসটি), লোহারদাগা (এসটি), মণিকা (এসটি), লাতেহার (এসসি), পাঙ্কি, ডাল্টনগঞ্জ, বিশ্রামপুর, ছাতারপুর (এসসি), হুসাইনাবাদ, গাঢ়বা এবং ভবন্থপুরে ভোট গ্রহণ হচ্ছে।
ভোটগ্রহণের সময় পলামুরের কোসিয়ারা গ্রামে কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠির ওপর হা'ম'লা হয়েছে। বিজেপি প্রার্থী অলোক চৌরাসিয়ার সমর্থকরা কে এন ত্রিপাঠিকে আ'ক্র'ম'ণ করেছে অভিযোগ উঠেছে। এ সময় বিজেপি প্রার্থীর সমর্থকরা কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠীকে বুথ পরিদর্শন করতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সং'ঘ'র্ষ হয় এবং ত্রিপাঠি ও তার সমর্থকদের উদ্দেশ্যে পা'থ'র নি'ক্ষে'প করা হয়।
এই প্রথমবার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে কোনও মিত্রশক্তি ছাড়াই নির্বাচনে লড়ছে ক্ষ'ম'তাসীন বিজেপি। ফলে, দলটি কঠিন প্রতিদ্ব'ন্দ্বি'তার মুখোমুখি হয়েছে। ২০১৪ সালে, ৩৫ টি আসন জিতে অল ঝাড়খন্ড ছাত্র ইউনিয়ন (এজেএসইউ)-এর সঙ্গে সরকার গড়েছিল বিজেপি।
সেই নির্বাচনে ৫ টি আসন পেয়েছিল এজেএসইউ। এবার তারা এককভাবে নির্বাচনে লড়ছে। ফলে, নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মতো বি'রো'ধী জোটের সঙ্গে জোর প্রতিদ্ব'ন্দ্বি'তার মুখোমুখি হয়েছে বিজেপি। সূত্র : পার্সট্যুডে