আন্তর্জাতিক ডেস্ক: রোববার সকালে দেশটির পার্লামেন্টের সামনে একাই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। হাতে একটা ছেঁড়া প্ল্যাকার্ড। তাতে লাল রঙে লেখা— ‘কেন? আমি আমার নিজের ভারতে নিরাপদ নই।’ তবে বেশি সময় সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে পারেননি অনু। পুলিশ তাকে টে'নে-হিঁ'চড়ে গাড়িতে তুলে নিয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অনু কোনো স্লোগান দেননি। বসে ছিলেন নীরবে। এসময় পুলিশ তাকে চলে যেতে বলে। তিনি যেতে না চাইলে তুলে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।
সেখানে অনুকে মা'রধ'র করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে ‘সংসদের আশেপাশে আর প্রতিবাদ করব না’— এই মুচলেকা দেয়ার আগে অনুকে ছাড়েনি পুলিশ। পুলিশের বক্তব্য, সংসদ ভবনের সামনের জায়গায় প্র'তিবাদ-বি'ক্ষোভ নি'ষিদ্ধ।
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের অভিযোগ, থানায় একটি খাটের ওপর অনুকে ফেলে তার ওপরে চড়ে ব'সেন তিনজন নারী পুলিশ।
স্বাতী বলেন, ‘মেয়েটির শরীরে নি'র্যাত'নের চিহ্ন আমি দেখেছি। দিল্লি পুলিশকে নোটিস দিচ্ছি। ওই তিন পুলিশকর্মীকে অবিলম্বে সাস'পেন্ড করতে হবে।’ থানা থেকে বের হওয়ার পর অনুর হাতে ক্ষ'তচিহ্ন দেখা গেছে বলেও তিনি জানান।
এসময় সাংবাদিকরা এগিয়ে এসে তার বিষয়ে জানতে চাইলে অনু বলে ওঠেন, ‘আপনারা আমার কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি শুধু আমার জন্য আজ এখানে আসিনি। ওই মেয়েটা ম'রে গেল। কাল আমি পুড়ে ম'রতে চাই না।’