আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যা'গের দাবিতে উ'ত্তা'ল হয়ে উঠেছে রাজধানী তেলআবিব। অভিযোগ, অর্থ লো'পা'টের মাধ্যমে দেশকে ত'লা'নিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু।
ইসরাইলি গণমাধ্যম হারেতজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বি'ক্ষো'ভকারী।
বি'ক্ষো'ভকা'রীদের দাবি, অ'র্থ লো'পাটের মাধ্যমে দেশকে ত'লা'নিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষ'ম'তা থেকে প'দত্যা'গ করতে হবে। দু'র্নী'তিগ্র'স্ত সরকারের কারণে খা'দের কি'না'রে ইসরাইলের ভাবমূর্তি এমন অভিযোগও তাদের।
তিনটি দু'র্নী'তি মামলায় অ'ভিযু'ক্ত নেতানিয়াহু ইসরাইলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বি'রু'দ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।
তবে অ'পরা'ধ প্রমাণিত বা শা'স্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত প'দত্যা'গের কোনো বা'ধ্যবা'ধ'কতা নেই দেশটির সংবিধানে। কিন্তু সব অ'ভিযো'গ উড়িয়ে দিয়ে প'দত্যা'গে অ'স্বী'কৃতি জানিয়েছেন নেতানিয়াহু।