আন্তর্জাতিক ডেস্ক : দুই জনের নামের শুরুতেই রয়েছে প্রিয়াঙ্কা। তবে শুধু এই একটাই মিল। একজনের পদবিতে রয়েছে 'চোপড়া'। আরেকজনের পদবিতে রয়েছে 'গান্ধী ভদ্র'। একজন বলিউড অভিনেত্রী। আরেকজন আদ্যপান্ত রাজনীতিবিদ।
তবে ওই নামেই ভুল করে বসলেন কংগ্রেস নেতা তথা দিল্লির বাওয়ানার তিনবারের সাবেক বিধায়ক সুরেন্দর কুমার। প্রিয়াঙ্কা গান্ধীর বদলে সভামঞ্চে বলে বসলেন 'প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ'। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর তাতেই নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে।
আসলে, রোববার একটি র্যালিতে যোগ দিয়েছিলেন সুরেন্দর কুমার। সেখানে তিনি মঞ্চে বক্তৃতা দেওয়ার পর সোনিয়া গান্ধী-রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কার নামে জয়ধ্বনি দেওয়ার সময়েই ভুলটি করে ফেলেন। বলেন, 'সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ।'
কিন্তু এই কথাটি বলেই নিজের ভুলটি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিজের ভুলটি শুধরে নেন। আর বলেন, 'প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ।' যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভাইরাল ওই ভিডিওটি দেখে কংগ্রেস নেতাকে ক'টা'ক্ষ করতেও ছাড়ছেন না নেটিজেনরা।