সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৫:১০

বাবরি মসজিদ ধ্বং'সের জন্য হিন্দুদের পুরস্কার দিয়েছে সুপ্রিম কোর্ট : জামাত উলেমা হিন্দ

বাবরি মসজিদ ধ্বং'সের জন্য হিন্দুদের পুরস্কার দিয়েছে সুপ্রিম কোর্ট : জামাত উলেমা হিন্দ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের প্রথম রিভিউ পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে৷ সোমবার সুপ্রিম কোর্টের অযোধ্যা মামলার রায়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করল মুসলিম সংগঠন জামাত উলেমা এ হিন্দ৷

এ দিন সংগঠনের পক্ষ থেকে রিভিউ পিটিশনটি দাখিল করেন মাওলানা সৈয়দ আরসাদ মাদানি৷ রিভিউ পিটিশনে বলা হয়েছে, 'বাবরি মসজিদ ধ্বং'সের জন্য হিন্দুদের পুরস্কার দিয়েছে সুপ্রিম কোর্ট৷ '

অযোধ্যা রায়ে সুপ্রিম কোর্ট ওই জমি হিন্দুদের বলে জানিয়েছে৷ ফলে অযোধ্যায় রাম মন্দির গড়ার তো'ড়জো'ড়ও শুরু হয়ে গিয়েছে৷ ১৯৯২ সালের আগ পর্যন্ত ওই জমিতে বাবরি মসজিদ ছিল৷ গত মাসে ওই জমিটি রামলালার বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করার নির্দেশ দেয়৷

ওই রায়ের পর থেকে মুসলিম পক্ষ থেকে কোনও রিভিউ পিটিশন করা হয়নি৷ সোমবার প্রথম পিটিশনটি এলো জমিয়ত উলেমা ই হিন্দ-এর থেকে৷ সূত্রের খবর, ৯ ডিসেম্বরের মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডও রিভিউ পিটিশন দাখিল করতে পারে৷

সুন্নি ওয়াকফ বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, তারা রিভিউ আবেদন করবে না৷ এবং মসজিদের জন্য বরাদ্দ ৫ একর জমি নেওয়া হবে কিনা, তা নিয়েও চিন্তাভাবনা চালাচ্ছে৷ জমিয়ত উলেমা ই হিন্দের প্রধান মাওলানা মাদানি জানান, বেশির ভাগ মুসলিমই রিভিউ পিটিশনের পক্ষে৷ খুব সংখ্যক মুসলিম রিভিউ পিটিশনের বিপক্ষে৷ সূত্র : নিউজ-১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে