মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৫:২৪

যেকোন মুহুর্তে ইরানে হা'ম'লা চালাতে পারে ইসরায়েল

যেকোন মুহুর্তে ইরানে হা'ম'লা চালাতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কিছুদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তে'জনা বিরাজ করছে। এদিকে, ইরান ইস্যুতে বৈঠক করেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। 

বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি এবং ইসরায়েলের চিফ অব স্টাফ আবিব কোশাভি উপস্থিত ছিলেন। রবিবার বৈঠকে ইরানের হু'ম'কি নিয়ে আলোচনা হয়েছে। 

ইসরায়েলের দৈনিক হারেৎজে আমোস হারেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুটি নিয়ে আপাতত কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না। 

অপরদিকে যুক্তরাষ্ট্র ভাবছে ইসরায়েল একতরফাভাবে তেহরানের বি'রু'দ্ধে হা'ম'লা ও সামরিক অ'ভি'যা'ন শুরু করবে। ফলে ওয়াশিংটনকে আরও একটি যু'দ্ধে জড়িয়ে পড়তে বা'ধ্য হতে হবে।

ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট তার স্বল্প মেয়াদের মন্ত্রিত্বকালীন সময়ে রাজনৈতিকভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। হারেল তার প্রতিবেদনে সেই বিষয়টিরও উল্লেখ করে বলেছেন, এসব বিষয় ইরানে ইসরায়েলের সম্ভাব্য যেকোন মুহুর্তের হামলারই ই'ঙ্গি'ত দিচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে