বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১০:৪১

আবারও ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আবারও ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে বুধবার ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্বীপটির আবহাওয়া প্রশাসন।

ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। প্রশাসনের তথ্যমতে, কম্পনের গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাইওয়ানের কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি জানায়, ভূমিকম্পের মাত্রা দ্বীপজুড়ে তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় স্তরে পৌঁছয়নি। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ।

২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়, আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।- রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে