মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:০১:৩২

আফগানিস্তান বা সিরিয়া নয়, মহিলাদের জন্য সব থেকে বি'পজ্জ'নক দেশ ভারত

আফগানিস্তান বা সিরিয়া নয়, মহিলাদের জন্য সব থেকে বি'পজ্জ'নক দেশ ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মহিলাদের জন্য বিশ্বের সব থেকে বি'পজ্জ'নক দেশ ভারত। এই তথ্যই উঠে এলো টমসন রয়টার্স ফাউন্ডেশন নামে একটি আন্তর্জাতিক সংগঠনের সমীক্ষায়। সমীক্ষা টিমে ছিলেন মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা কমপক্ষে ৫৫০ জন বিশেষজ্ঞ। 

আশ্চর্যজনক ভাবে তালিকায় ভারতের পর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যু'দ্ধবি'ধ্ব'স্ত-জ'ঙ্গি অধ্যুষিত আ'ফগা'নিস্তান এবং সিরিয়া। তারপর আছে আরেক যু'দ্ধবি'ধ্ব'স্ত, দরিদ্র মুসলিম দেশ সোমালিয়া। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছে মহিলাদের র'ক্ষ'ণশীলতার বেড়িতে মুড়ে রাখার জন্য পরিচিত সৌদি আরব এবং পাকিস্তান। তারপর রয়েছে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়া। 

মহিলাদের জন্য বি'প'জ্জ'ন'ক দেশের দশম স্থানে রয়েছে পৃথিবীর অন্যতম ধনী দেশ বলে পরিচিত আমেরিকা। ২০১৮ সালে ওই সমীক্ষাটি প্রকাশিত হলেও গত একবছরে সেভাবে বিশেষ কোনও পরিবর্তন হয়নি বলেই দাবি করেছেন সমীক্ষা করা বিশেষজ্ঞরা। 

জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে কোন পাঁচটি দেশ মহিলাদের জন্য সব চেয়ে বি'পজ্জ'নক এবং স্বাস্থ্য পরিষেবা, অর্থনৈতিক সম্পদ, ঐতিহ্য, মানুষ পা'চা'র, যৌ'ন হ'য়রা'নির ক্ষেত্রে সব চেয়ে খা'রা'প তা নিয়ে সমীক্ষা করা হয়। সমীক্ষা শেষে মোট ১০টি দেশকে মহিলাদের মধ্যে সব চেয়ে বি'প'জ্জ'ন'ক বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে আমাদের প্রতিবেশি দেশ ভারত। সূত্র : আজকাল‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে