মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩:৩৫

সংসদেই নাগরিকত্ব বিল ছিড়ে দু’ভাগ করলেন মুসলিম নেতা

সংসদেই নাগরিকত্ব বিল ছিড়ে দু’ভাগ করলেন মুসলিম নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ৯ ডিসেম্বর ভারতীয় সংসদে পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। দুপুরে বিলটি আলোচনার জন্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর রাত সাড়ে ১২টায় পাস হয়।

তবে এই বিলে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলেমিনের (এমআইএম) সভাপতি ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি।

প্রবল বিতর্কের মধ্যে সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি বিলের কপিটি ছিঁড়েন ফেলেন। তার এই কাজকে সংসদের অপমান বলে দাবি করেন শাসক দলের সাংসদরা। ওয়াইসি দাবি করেন, এই নাগরিকত্ব বিল আরও এক দেশভাগের কথা বলছে। এটা করা হচ্ছে মুসলিমদের ‘রাষ্ট্রহীন’ করে দেওয়ার জন্য।

ওয়াইসি আরো বলেন, গান্ধি ‘মহাত্মা’ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর। তিনি প্রশ্ন তোলেন তিনি কেন তাহলে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবেন না। এরপরই বিলের কপিটি ছিঁড়ে ফেলেন।

বিজেপি সরকারকে অভিযুক্ত করে ওয়াইসি বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে