বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০৫:২০:১৫

আদালতকে কোনো ব্যবস্থা না নেয়ার আহ্বান জানিয়ে যা বললেন সু চি

আদালতকে কোনো ব্যবস্থা না নেয়ার আহ্বান জানিয়ে যা বললেন সু চি

আন্তর্জতিক ডেস্ক : নেদারল্যান্ডসে আজ বুধবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে। আইসিজে আদালতে মিয়ানমারের বি'রু'দ্ধে মামলা করে আফ্রিকান দেশ গাম্বিয়া। 

শুনানির শুরুতেই গ'ণহ'ত্যার অভিযোগ অ'স্বী'কার করে আইসিজেতে রোহিঙ্গা গ'ণহ'ত্যা নিয়ে গাম্বিয়া যে মামলা দায়ের করেছে তাকে অ'সম্পূ'র্ণ এবং বি'ভ্রা'ন্তিকর বলে দাবি করেছেন দেশটির প্রতিনিধি দলের প্রধান অং সান সু চি।

মিয়ানমারের নেত্রী বলেন, দুঃ'খজ'ন'কভাবে রাখাইনের অসম্পূর্ণ এবং বি'ভ্রা'ন্তিকর চিত্র উপস্থাপন করেছে গাম্বিয়া। বক্তব্যের শুরুতে সু চি আর্ন্তজাতিক আইন ও সনদসমূহের বাধ্যবাধকতার প্রসঙ্গ টেনে বলেন, গ'ণহ'ত্যার উদ্দে'শে সামরিক অভিযান পরিচালনার অভিযোগের ভিত্তিতে বিচার শুরু হয়েছে তার দেশে।

আন্তর্জাতিক বিচার আদালতের এই মামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে যখন তার দেশ (মিয়ানমার) বিচার করতে কিংবা ব্যবস্থা নিতে ব্য'র্থ হবে শুধু তখনই আন্তর্জাতিক বিচার আদালত এর বিচার করতে পারবে। তার দেশে তো এখন বিচার চলছে।

আন্তর্জাতিক বিচার আদালতে তিনি বলেন, আমরা আদালতের কাছে আর্জি জানাই তারা যেন এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকে যা রাখাইনের বর্তমান স'হিং'স প'রি'স্থি'তিকে আরও তী'ব্র করে তোলে। তিনি রাখাইনের স'হিং'স পরি'স্থি'তির জন্য স'শ'স্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেন।

মিয়ানমারের নেত্রী আদালতকে বলেন, যেসব সেনার বি'রু'দ্ধে এই অ'ভিযো'গ (গণহ'ত্যা) প্রমাণিত হবে তাদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি মিয়ানমার সামরিক বাহিনী এমন কোনো কাজ করে থাকে; যেখানে মানবাধিকার ল'ঙ্ঘি'ত হয়েছে। তাহলে দেশের সংবিধান অনুযায়ী তাদের বিচার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে