বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫২:১৪

এবার নাগরিকত্ব বিলের প্রতিবাদে ভারতীয় আইপিএস কর্মকর্তার পদত্যাগ

 এবার নাগরিকত্ব বিলের প্রতিবাদে ভারতীয় আইপিএস কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জতিক ডেস্ক : ভারতের লোকসভার পর বুধবার রাজ্যসভায়ও পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে ১০৫ ভোট। মুসলিমবিরোধী বিতর্কিত এ বিলের বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের আইপিএস অফিসার আবদুর রহমান। এ বিল পাসের মাধ্যমে সংবিধানের মৌলিক অধিকার ক্ষু'ন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন ১৯৯৯ ব্যাচের এ আইপিএস অফিসার।

আবদুর রহমান জানান, সংবিধানের ১৪, ১৫ এবং ২১ অনুচ্ছেদ লঙ্ঘন করছে নাগরিকত্ব সংশোধনী বিল। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া এ দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষু'ন্ন করে। এই বিল আইনে পরিণত হলে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বি'ঘ্নিত হবে বলে আ'শ'ঙ্কা করছেন তিনি।

বুধবার রাজ্যসভায় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদলগুলোর মধ্যে জোর বিতর্কের পর ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। এবার রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে