শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৪:৩৫

পশ্চিমবঙ্গে দা'ঙ্গা সৃষ্টির চ'ক্রা'ন্ত চলছে : শান্তি র'ক্ষার আবেদন মমতা ব্যানার্জীর

পশ্চিমবঙ্গে দা'ঙ্গা সৃষ্টির চ'ক্রা'ন্ত চলছে : শান্তি র'ক্ষার আবেদন মমতা ব্যানার্জীর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে বি'ক্ষো'ভকারীদের আইন হাতে তুলে নিতে আগেই নি'ষে'ধ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অ'শা'ন্তি সৃ'ষ্টিকা'রীদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁ'শি'য়া'রিও দিয়েছিলেন তিনি। 

এবার পুরো ঘটনার পেছনে চ'ক্রা'ন্তের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুকে সামনে রেখে কিছু ধর্মীয় ক'ট্ট'রপ'ন্থী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে দা'ঙ্গা তৈরি সৃষ্টির চে'ষ্টা করছে বলে স'ত'র্ক করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মানুষকে হিং'সা'ত্মক কাজকর্ম থেকেও বিরত থাকার পাশাপাশি সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি।

পশ্চিমবঙ্গে চলতি অ'সন্তো'ষ নিয়ে এরই মধ্যে রাজ্য সরকারকে আ'ক্র'ম'ণ শুরু করেছে বিজেপি। অশান্তির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূল নেতাদের দা'য়ী করেছে তারা। এমন পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য পথ খোলা থাকবে না বলে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

এমন এক চা'পা'নউ'তরের মধ্যে রাজ্যজুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য আবারো আবেদন জানিয়েছেন মমতা। এক বিবৃতিতে তিনি বলেছেন, কোনো হিং'সা'ত্ম'ক কাজকর্মে লি'প্ত হবেন না এবং রাজ্যজুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখুন। 

তিনি আরো বলেন, রাজ্য সরকার নাগরিকত্ব সং'শো'ধ'নী বিল এবং এনআরসি-র বি'রু'দ্ধে। রাজ্য সরকার শান্তি ন'ষ্ট করার যাবতীয় প্রচেষ্টারও ঘো'র বি'রো'ধী। যে কোনো ধরনের সম্পত্তির কোনো রকম ক্ষ'তি হলে তা রাজ্য সরকার কোনো মতেই মেনে নেওয়া হবে না। আ'ই'না'নু'গ ক'ঠো'র ব্যবস্থা গ্রহণ করা হবে। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসির বি'রু'দ্ধে যাবতীয় বি'রো'ধি'তা করতে চাই।

এর রেশ ধরে চ'ক্রা'ন্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল সা'ম্প্র'দা'য়িক সম্প্রীতি ন'ষ্ট করার উদ্দেশ্যে রাজ্যজুড়ে অ'শা'ন্তির আবহ ও দা'ঙ্গা তৈরি করার চেষ্টা করছে। এই অসাধু উদ্দেশ্যে ক'র্ণপা'ত না করার জন্য আমি সকলকে অনুরোধ করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে