সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:২৩:১০

ধর্ম যাই হোক, নাগরিকত্ব বিল নিয়ে কোনও ভারতীয়র ভয় নেই : মোদি

ধর্ম যাই হোক, নাগরিকত্ব বিল নিয়ে কোনও ভারতীয়র ভয় নেই : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে বি'ক্ষো'ভ শুরু হয়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। দিল্লী জামিয়া মিলিয়া থেকে হায়দরাবাদ উর্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে কলকাতার যাদবপুর, রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। 

সোমবার ওই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর মধ্যেই নাগরিকত্ব আইন নিয়ে বি'ক্ষো'ভকারীদের আশ্বস্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে পশ্চিমবঙ্গের বি'ক্ষো'ভকারীদের নি'শা'না করেছিলেন মোদি।

এদিন তিনি বলেন, পোশাক দেখেই বোঝা যায় কারা এই হাঙ্গামা করছে। এই বি'ক্ষো'ভ বুঝিয়ে দিয়েছেন নাগরিকত্ব আইনের মতো একটি আইন এনে ঠিক কাজই করছে সংসদ। দেশকে বাঁচিয়ে দিয়েছে সরকার।

সোমবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বি'ক্ষো'ভকারীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলেন, দেশের মানুষকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোনও ভারতীয় তা তিনি যে ধর্মেরই হোক না কেন তার ভ'য় পাওয়ার কোনও কারণ নেই। এই আইন তাদের কোনও ক্ষ'তি করবে না। বিদেশে যারা অ'ত্যা'চা'রিত এবাং ভারত ছাড়া আর কোনও আশ্রয় পাওয়ার মতো জায়গা যাদের নেই তাদের জন্যই এই আইন আনা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই আন্দোলন অত্যন্ত দু'র্ভা'গ্যজনক। গণতন্ত্রের প্রধান চরিত্রই হল বি'ত'র্ক ও ম'তবি'রো'ধ। কিন্তু জনগণের সম্পত্তি ধ্বং'স করে সাধারণ মানুষের জনজীবনকে ন'ষ্ট করা কোনও নীতি হতে পারে না। দেশে এই মুহূর্তে প্রয়োজন একসঙ্গে কাজ করে উন্নয়ণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। রাজনৈতিক স্বার্থ যাদের রয়েছে তাদের উৎসাহ দিতে পারে না সরকার। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে