মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৫:৪৮

জম্মু-কাশ্মীর নিয়ে চীনের অনুরোধে ফের বৈঠকে জাতিসংঘ

জম্মু-কাশ্মীর নিয়ে চীনের অনুরোধে ফের বৈঠকে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবিধানের ৩৭০ প্রত্যাহারের পর থেকেই বি'ক্ষো'ভ-প্র'তিবা'দে উ'ত্তা'ল হয়ে ওঠেছিল জম্মু-কাশ্মীর। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাশ্মীরে অচলাবস্থা তৈরি হয়। এরপরে কাশ্মীরের শুরু হয় নি'র্যা'ত'ন।

একের পর এক রাজনৈতিক নেতাতের গৃ'হব'ন্দি করে রাখা হয়। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে জম্মু-কাশ্মীরে মানবাধিকার ল'ঙ্ঘ'নের অভিযোগ ওঠে। উ'দ্বে'গ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল। জাতিসংঘও উ'দ্বে'গ প্রকাশ করে।

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান জোর তৎপরতা চালায়। পরে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গত আগস্টে এক দফা রু'দ্ধ'দ্বা'র বৈঠক করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই সময় পাকিস্তানের পক্ষে ছিল চীন। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যই এক যোগে জানিয়ে দেন, এটা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু।

এদিকে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দ্বিতীয় বার আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নি'রা'প'ত্তা পরিষদ এই রু'দ্ধদ্বা'র বৈঠকে বসছে বলে কূটনৈতিক সূত্রগুলো নি'শ্চি'ত করেছে। এবার প'রি'স্থি'তি পর্যালোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৈঠকে বসার অনুরোধ জানায় পাকিস্তানের অন্যতম মিত্র চীন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করে গত ১২ ডিসেম্বর নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের সেই উ'দ্বে'গকে সামনে রেখেই এবারও নিরাপত্তা পরিষদের দ্বা'র'স্থ হয়েছে চীন। সূত্র : ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে