আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ভারতের বিহারের পুর্ণিয়া জেলার সভায় মোদি সরকারের স'মালো'চনায় সিপিআই নেতা কানহাইয়া কুমার। সীমাঞ্চল, কাটিহার, আড়ারিয়া, কিষাণগঞ্জ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আর সাধারণ মানুষ আজাদির আশায় কানহাইয়ার সঙ্গে গলা মেলালেন তার সভায়। তুললেন আজাদি স্লোগান।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া এখন সিপিআই-এর নেতা। ২০১৯ লোকসভা ভোটে বিজেপির গিরিরাজের কাছে আড়াই লাখ ভোটের ব্যবধানে হে'রে গেলেও কানহাইয়া দমে যাওয়ার পাত্র নন। ভোটের পরের প্রথম জনসমাবেশে তার বক্তব্য রাখার পর আবার মনে পড়ে গেল সেই কথা।
সোমবার সমাবেশে তিনি বললেন, 'যদি এই সরকার আমাদেরকে এই দেশের নাগরিক হিসাবে গ্রহণ না করে, তাহলে তাকেও আমরা নিজেদের সরকার হিসেবে গ্রহণ করব না।' সম্প্রতি মন্ত্রীসভার উচ্চ ও নিম্ন কক্ষে পাশ হয়ে যাওয়া নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে কথা বললেন।
রবিবার রাতে আ'চ'ম'কাই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর নেমে এসেছে দিল্লি পুলিশের আ'ক্র'ম'ণ। দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আ'গু'ন। বিহারের বি'রো'ধী দলগুলি সিএএ-এর বিরো'ধিতায় বৃহস্পতিবার ব'ন্ধ ডেকেছে রাজ্যে। তারই সমাবেশে কানহাইয়া কুমার মোদি সরকারকে স'ত'র্ক করে দিলেন।