মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫০:৫৬

একদিনের জন্য তিনশ কোটির মালিক হলেন নারী!

একদিনের জন্য তিনশ কোটির মালিক হলেন নারী!

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করেন রুথ বালুন। গত সপ্তাহে হঠাৎ করেই তিনি দেখেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে অতিরিক্ত টাকা। প্রথমে তিনি ভেবেছিলেন ক্রিস্টমাস উপলক্ষ্যে উপহার পাঠিয়েছে সান্তা। 

কিন্তু টাকার অঙ্ক দেখে সেই ভুল ভেঙে যায় তার। তার ব্যাঙ্ক অ্যাকউন্টে ঢুকে ছিল প্রায় তিনশ ১৪ কোটি নয় লাখ ৩০ হাজার সাতশ ৪০ টাকা। তা দেখে তিনি গোটা ঘটনা জানান নিজের স্বামীকে। তার পরদিন রুথের স্বামী ফোন করেন লেগাসিটেক্সাস ব্যাঙ্কে। সেখানে ঘটনার কথা জানান তিনি।

এরপর ব্যাঙ্কের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষ'মা চাওয়া হয়। বলা হয়, ম্যানুয়ালভাবে এন্ট্রি করতে ভু'ল হওয়ার কারণেই ওই পরিমাণ টাকা চলে গেছে রুথের অ্যাকাউন্টে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, রুথ যদি বিষয়টি চেপে যেতেন তা হলেও আমাদের হিসাবে বিষয়টা পরে ধরা পড়ত। তবে ভু'ল স্বী'কা'র করে রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে