আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নরেন্দ্র মোদি সরকারের নীতির কারণে দক্ষিণ এশিয়ায় নতুন করে ব্যাপক শরণার্থী স'ঙ্ক'টের ঝুঁ'কি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জেনেভায় শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এক ভাষণে ইমরান খান এ কথা বলেন।
তিনি আরো বলেন, নতুন বৈ'ষ'ম্যমুলক নাগরিকত্ব আইন এবং কাশ্মীর পরিস্থিতির ফলে লাখ লাখ মুসলিম ভারত থেকে পালাতে পারে। বড় ধরনের শরণার্থী স'ঙ্ক'ট তৈরি হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে যু'দ্ধ লেগে যেতে পারে। শুধু যে সম্ভাব্য শরণার্থী স'ঙ্ক'ট নিয়েই যে আমরা উ'দ্বি'গ্ন তা নয়, একই সাথে আমরা উ'দ্বি'গ্ন যে এ নিয়ে দুই পা'রমা'ণ'বিক অ'স্ত্রধ'র দেশের মধ্যে সং'ঘা'ত শুরু হয়ে যতে পারে।
ইমরান খান আরো বলেন, পাকিস্তানের পক্ষে নতুন করে আর শরণার্থীদের জায়গা দেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই এদিকে নজর দেওয়া উচিত। অতীতের অভিজ্ঞতা বলে, অসুখের চিকিৎসার চেয়ে, অ'সু'খ যাতে না হয় সেটা করারই শ্রেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এখনই ভারতের ওপর চা'প প্রয়োগ করলে হয়তো এই স'ঙ্ক'ট এড়ানো সম্ভব হতে পারে।
পাকিস্তানে প্রায় ৪০ বছর ধরে ১৫ লাখ আফগান শ'র'ণা'র্থী বসবাস করছে। জেনেভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন এসব বক্তব্য দিচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকত্ব আইন নিয়ে ছড়িয়ে পড়া বি'ক্ষো'ভের জন্য কংগ্রেসসহ অন্যান্য বি'রো'ধীদের দায়ী করছেন।
মোদি বলেন, বি'রো'ধীরাই ভারতের মুসলিমদের মনে ভী'তির সঞ্চার করছে। অন্যদিকে, তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বি'ক্ষো'ভ হচ্ছে। দিল্লির সেলিমপুর এলাকায় শত শত মানুষ পুলিশের সাথে খ'ণ্ড যু'দ্ধে লি'প্ত হয়। বি'ক্ষো'ভকারীরা পুলিশের দিকে ইট ছুড়লে, পুলিশ কাঁ'দানে গ্যাস ছুঁ'ড়ে'ছে এবং লা'ঠিপে'টা করেছে।