মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৫:১১

ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাড়ালেন ভারতের প্রধান বিচারপতি

ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাড়ালেন ভারতের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক : নির্ভয়ার মায়ের আইনজীবীদের মধ্যে একজন তার আত্মীয়। সেই কারণে প্রা'ণদ'ণ্ডের সা'জাপ্রাপ্তর আবেদনের শু'না'নি থেকে নিজেকে স'রি'য়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। এর ফলে মঙ্গলবার এই মামলার শুনানি স্থ'গিত রাখা হয়। 

বুধবার অন্য বিচারপতির নেতৃত্বে নতুন বেঞ্চ তৈরি করার পরেই এই মামলার শুনানি হবে বলে জানান বোবদে। এবছরের ১৬ ডিসেম্বর ফাঁ'সি হওয়ার কথা ছিল নির্ভয়া ধ'র্ষ'ণকা'ণ্ডে মৃ'ত্যুদ'ণ্ডপ্রাপ্তদের। কিন্তু, তার আগেই সা'জাপ্রা'প্ত পাঁচজনের মধ্যে একজন অক্ষয় সিং রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে।

তাতে সে উল্লেখ করেছিল দিল্লির বায়ু ও জল দূ'ষ'ণের কথা। তার দাবি, দেশের রাজধানী দিল্লিতে জল ও বায়ু দূ'ষ'ণের ফলে মানুষের আয়ু এমনিতেই কমে যাচ্ছে। সেকথা সরকারও স্বী'কা'র করেছে। তাই মানুষের জীবনের আয়ুই যখন কমে যাচ্ছে তখন তাকে ফাঁ'সির সা'জা দিয়ে আর কী হবে?

মঙ্গলবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু, শুনানি শুরুর আগেই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন প্রধান বিচারপতি। পরে এ প্রসঙ্গে নির্ভয়ার মা বলেন, আজই আদালতে সা'জা কমানোর আবেদনটি বা'তি'ল হয়ে যাবে বলে ভেবেছিলাম। 

কিন্তু, তা হয়নি। গত সাতবছর ধরে বিচারের জন্য আমরা যে অপেক্ষা করেছি তা না হয় আরও একদিন বাড়ল। আশাকরি আগামীকাল আবেদনটি বা'তি'ল হবে আর দ্রু'ত ফাঁ'সিতে ঝো'লানো হবে ওই ধ'র্ষ'কদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে