বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০২:০০:০৩

মমতার নতুন যেসব স্লো'গানে ঝ'ড় উঠল কলকাতায়

মমতার নতুন যেসব স্লো'গানে ঝ'ড় উঠল কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় ম'হামি'ছিলে আবারো হুঁ'শি'য়ারি দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সা'ফ জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় এনআরসি হবে না, নাগরিকত্ব সং'শো'ধনী আইন কা'র্যকর হবে না’। মহানগরে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত মি'ছিলে আজ হেঁ'টেছেন তিনি।

মি'ছিল শেষে সিএএ ও এনআরসি বি'রো'ধিতায় একঝাঁ'ক স্লো'গান তৈরি করে তা জন'তার মা'ঝে ছ'ড়িয়ে দিলেন মমতা। একনজরে জেনে নিন কী কী স্লো'গান দিলেন মমতা।

‘আমরা সবাই, নাগরিক … আমরা কারা সিটিজেন’।# ‘ল'ড়ছে কারা, সিটিজেন … ল'ড়বে কারা, সিটিজেন’।#‘হিন্দু-মুসলমান, সিটিজেন … আমরা সবাই, সিটিজেন’।#‘ভাইরা কারা, নাগরিক … বোনরা কারা, নাগরিক … মা-বোনেরা, সিটিজেন’।

‘বিহারেতে, সিটিজেন … দিল্লিতে, সিটিজেন … কেরালায়, সিটিজেন … আসামে, সিটিজেন … উত্তর-পূর্বে সিটিজেন’।#‘রাস্তায় কারা, সিটিজেন … গ্রামগঞ্জে, সিটিজেন … জেলায় জেলায় সিটিজেন’।#‘ছাত্র যুব, সিটিজেন … কিষান ভাইরা, সিটিজেন’।#‘নহি চলে'গা নহি চলে'গা, এনআরসি নহি চলে'গা … সিএবি, নহি চলে'গা’।#‘সিএবি, ওয়া'পস লো … এনআরসি, ওয়া'পস লো’।#‘সিএবি বা'তিল করো … বা'তিল করো, বা'তিল করো …# এনআরসি বা'তিল করো, বা'তিল করো, বা'তিল করো’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে