বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৯:৫৫

‘মুসলিম দেশ একাধিক, হিন্দুদের কোনও দেশ নেই, হিন্দুরা কোথায় যাবে’

‘মুসলিম দেশ একাধিক, হিন্দুদের কোনও দেশ নেই, হিন্দুরা কোথায় যাবে’

আন্তর্জাতিক ডেস্ক : সং'শো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে প্র'তিবা'দের ঝ'ড়, তখন মোদি সরকারের প্রভাবশালী মন্ত্রী নীতিন গড়করি হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন। তার দাবি, এই আইন জ'রু'রি। কারণ, হিন্দুদের জন্য বিশ্বে কোনও দেশ নেই। মুসলিম দেশ তো অনেক আছে।

নীতিন গড়করির কথায়, 'হিন্দুদের জন্য বিশ্বে কোনও দেশ নেই। কিছু রাজনৈতিক দল সংখ্যাল'ঘুদের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। আগে নেপাল ছিল একমাত্র হিন্দু রাষ্ট্র। কিন্তু বর্তমানে হিন্দুদের জন্য একটিও দেশ নেই। হিন্দু, শিখরা তা হলে কোথায় যাবে? মুসলিমদের জন্য একাধিক দেশ রয়েছে, যেখানে মুসলিমরা অনা'য়াসেই নাগরিকত্ব পেতে পারেন। বিরো'ধীরা মানুষকে বি'ভ্রা'ন্ত করার চেষ্টা করছে।'

গড়করি বললেন, 'আমরা আমাদের দেশের মুসলিম নাগরিকদের বি'রু'দ্ধে নই। কিছু রাজনৈতিক দল সংখ্যাল'ঘুদের মধ্যে ভ'য়ের সঞ্চার করছে। আমি নিশ্চিত করে বলছি, আমাদের সরকার রাজনৈতিক বিভাজনের বিরো'ধী।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে