বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:২০:৫৩

চাপে পড়ে চুপ নরেন্দ্র মোদি ও অমিত শাহ

চাপে পড়ে চুপ নরেন্দ্র মোদি ও অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংশো'ধিত নাগরিকত্ব বিল নিয়ে আ'ক্র'ম'ণা'ত্মক হলেও চা'পের মুখে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আপাতত ধীরে চলো নীতি অবলম্বন করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি।

নাগরিকত্ব আইন ঘিরে দেশের নানা প্রান্তে বি'ক্ষো'ভে ফেটে পড়েছে মানুষ। নাগরিকত্বের এই নতুন আইন ধর্মের ভিত্তিতে তৈরি বলে সরব বি'রো'ধী শিবিরগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এরপরও এই আইন নিয়ে আপসে রাজি নয় বিজেপি। উল্টো নাগরিকত্ব আইনকে পুঁজি করেই ভোটবাক্সে ফায়দা তুলতে চান মোদি-শাহ জুটি।

নাগরিকত্ব আইন ও এনআরসির প্র'তিবা'দ করছে কংগ্রেস। আইন প্র'ত্যাহা'রের দাবিতে সরব তারা। সোচ্চার তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে নতুন আইন ও এনআরসি কার্যকর হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একই ঘোষণা করেছে দেশের কংগ্রেস ও বিজেপি বি'রো'ধী দল পরিচালিত বেশিরভাগ রাজ্য সরকারগুলো। এই প'রি'স্থি'তিতে নাগরিকত্ব সংশো'ধনী আইনের গু'রু'ত্ব বোঝাতে মাঠে নেমেছেন মোদি-শাহরা।

ঝাড়খণ্ডের প্রচারে একাধিকবার সিএএ নিয়ে মুখ খুলে'ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিরো'ধিরা দেশবাসীকে নয়া বিল নিয়ে ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেন তিনি। কিন্তু, এনআরসি নিয়ে আপাতত বিশেষ মুখ খুলছেন না কোনও বিজেপি নেতৃত্বই। সিএএ ও এনআরসিকে পৃথক দু'টি বিষয় হিসেবেই এখন তুলে ধরছে কেন্দ্রের শসক দলটি। দেশজুড়ে প্র'ব'ল বি'ত'র্ক প্রশমন করতে আপাতত এই কৌশলই অবলম্বন করছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে