বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪০:২৩

ভারতের নতুন নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট

ভারতের নতুন নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইনের উপর বুধবার স্থগিতাদেশ দেননি ভারতের সুপ্রিম কোর্ট। এই নতুন আইনের সাংবিধানিক বৈ'ধ'তাকে চ্যা'লে'ঞ্জ জানিয়ে দায়ের করা মামলাগুলো কেন্দ্রীয় সরকারকে জানানোর জন্য নোটিস দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ২২ জানুয়ারি হবে বলে জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষে। এর আগে পর্যন্ত মামলাটি মুলতুবি থাকবে। ওই দিনই শীর্ষ আদালতে কেন্দ্রকে এই আইন নিয়ে তাদের বক্তব্য জানাতে হবে।

এদিন প্রধান বিচারপতি বোবদে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে মৌখিকভাবে বলেন, কেন্দ্রর পক্ষ থেকে আইনের বিভিন্ন বিষয় বিশদে সংবাদমাধ্যমে তুলে ধরা হোক। এতে সাধারণ দেশবাসীর বি'ভ্রা'ন্তি কমতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে বৈদ্যুতিক মাধ্যমকে গুরুত্ব দিতে পরামর্শ দেন প্রধান বিচারপতি।

নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে গত কয়েকদিন ধরেই তু'মু'ল বি'ক্ষো'ভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। হিং'সা'ত্ম'ক বি'ক্ষো'ভ দেখেছে উত্তর পূর্ব ভারত। বাংলাতেও সেই আঁ'চ লেগেছিল। এই পরিস্থিতে সং'শো'ধিত নাগরিকত্ব আইনের সাং'বি'ধা'নিক বৈ'ধ'তা চ্যা'লে'ঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। মা'ম'লা'কারীদের পক্ষ থেকে নতুন আইনের উপর স্থ'গি'তাদেশের আবেদন জানানো হয়। সেই আবেদন এদিন খা'রি'জ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

নাগরিকত্ব সংশোধনী আইন অনুশারে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব অমুসলমানরা ভারতে এসেছেন, তারা শ'র'ণা'র্থী হিসেবে এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই আ'ই'নের বি'রু'দ্ধেই এ'কা'ধি'ক মামলা হয়। নাগরিকত্ব মেলার মাপকাঠি কখনওই ধর্ম হতে পারে না বলে দাবি করা হয়।

নতুন আইনের উপর স্থ'গি'তাদেশ চেয়ে স'র্বো'চ্চ আদালতে আবেদন করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, আসামে বিজেপি জোট সরকারের শরিক দল অসম গণপরিষদ এবং ডিএমকে। কংগ্রেসের পক্ষ থেকে প্রবীণ নেতা জয়রাম রমেশের পক্ষ থেকেও একই আর্জি জানানো হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে