বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৮:৫১

নতুন নাগরিকত্ব আইনের প্রতি'বাদে বি'স্ফো'রক অরবিন্দ কেজরীবাল

নতুন নাগরিকত্ব আইনের প্রতি'বাদে বি'স্ফো'রক অরবিন্দ কেজরীবাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে নয়া নাগরিকত্ব আইনের প্র'তিবা'দের আঁ'চ পড়েছে দেশটির রাজধানীতেও। দক্ষিণ দিল্লিতে জিমিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে রাস্তায় নেমে বি'ক্ষো'ভ জানান। 

পুলিশ-বি'ক্ষো'ভকারীদের খ'ণ্ডযু'দ্ধে উ'ত্তা'ল হয় রাজধানী। গাড়ি ভা'ঙচু'র, বাস পো'ড়া'নোর মতো ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, শিক্ষার্থীদের উপর পুলিশি নি'গ্রহেরও। অন্য দিকে পূর্ব দিল্লিতে গতকাল মিছিল করে শ'খানেক মানুষ। সেখানেও হিং'সার খবর মিলেছে। এ নিয়ে দিল্লি প্রদেশের অরবিন্দ কেজরীবাল সরকারকে কা'ঠগ'ড়ায় দাঁ'ড় করায় বি'রো'ধী বিজেপি।

পাল্টা কেজরীবালের মন্তব্য, গোটা দেশ জানায়, দা'ঙ্গা করার মতো ক্ষ'ম'তা কাদের আছে। তিনি বলেন, "বি'রো'ধীরা বলছে আপ এই ঘটনার পিছনে দা'য়ী। আপ এমন কাজ করে না। ভোটব্যাঙ্কের জন্য হিং'সা ছড়াচ্ছে বি'রো'ধীরা। মানুষ জানে, এসব ঘটনায় আপ রাজনৈতিক ফা'য়'দা তোলে না।" 

উল্লেখ্য, কয়েক মাস পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন। নয়া নাগরিকত্ব আইনের বি'রো'ধিতা করে আপও। গোটা দেশজুড়ে এনআরসি করার হুঁ'শি'য়া'রি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামে নাগরিকপঞ্জি প্রকাশ হওয়ার পরই দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, দিল্লিতেও এনআরসি করা হবে। অ'বৈধ অ'নুপ্রবে'শকারীরা রাজধানীর জন্য ক্র'ম'শ ভ'য়'ঙ্ক'র হয়ে উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে