বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৪:০০

মুসলিমদের আন্দোলনে যোগ দেয়ায় গ্রেফতার হলেন হিন্দু ইতিহাসবিদ

মুসলিমদের আন্দোলনে যোগ দেয়ায় গ্রেফতার হলেন হিন্দু ইতিহাসবিদ

আন্তর্জতিক ডেস্ক : মুসলিমদের আন্দোলনে যোগ দেয়ায় গ্রেফতার হলেন হিন্দু ইতিহাসবিদ আজ বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিমবিরোধী ও সংবিধানের পরিপন্থী নাগরিকত্ব আইনের বিরোধিতায় বি'ক্ষোভ দেখানোর কর্মসুচি নেওয়া হয়েছে। তবে এ আইনের বি'রুদ্ধে বি'ক্ষোভে অংশ নিতে গিয়ে আট'ক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

আটক হওয়ার পর রামচন্দ্র গুহ বলেন, ‘হাতে গান্ধীর পোস্টার নেওয়ার জন্য ও সংবাদমাধ্যমকে সংবিধানের বিষয়ে বলার জন্য আমাকে আট'ক করা হলো।’আরও জানা যায় , এসময় প্রায় ৩০ জনকে এদিন পুলিশ আট'ক করেছে। সেই সাথে বি'ক্ষোভকারীদের ছত্রভ'ঙ্গ করে টে'নে পুলিশের গাড়িতে তোলা হয়।

জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। বড় জমায়েতের উপর জারি করা হয়েছিল নি'ষেধা'জ্ঞা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে