শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ০১:১৪:৪২

বিরো'ধীরা শিক্ষার্থী ও মহিলাদের ধর্মের নামে খেপিয়ে তুলছে : বিজেপি মন্ত্রী

বিরো'ধীরা শিক্ষার্থী ও মহিলাদের ধর্মের নামে খেপিয়ে তুলছে : বিজেপি মন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক : দেশজুড়ে নতুন নাগরকিত্ব আইন প্র'ত্যা'হারের দা'বিতে বি'ক্ষো'ভে আ'গু'ন জ্ব'লছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্রই। এই অবস্থায় বৃহস্পতিবার বি'ত'র্ক উ'সকে দিলেন ভারতের মন্ত্রী ও বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি।

নাগরকিত্ব বিল নিয়ে প্র'তিবা'দের জেরে বিরো'ধীদের ক'টা'ক্ষ করে তার মন্তব্য, কিছু কিছু বিরো'ধী রাজনৈতিক দল শিক্ষার্থী ও মহিলাদের ধর্মের নামে খেপিয়ে তুলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন দাবি করেন, লখনউ ছাড়া দেশের কোথাও অশান্তি হয়নি। দেশের বাকি সব জায়গা শান্তিপূর্ণই আছে।

এদিন রেড্ডি আরও বলেন যে, দিল্লি ও লখনউ ছাড়া দেশের সর্বত্রই শান্তি রয়েছে। কোথাও কিছু হয়নি। যদিও দেশের বহু জায়গায় এদিন বিক্ষো'ভ-প্র'তিবা'দ মিছিল হয়েছে। বাংলা থেকে গুজরাট, দিল্লি থেকে বেঙ্গালুরু, নাগরিকত্ব আইন বা'তিলের দাবিতে গর্জে উঠেছে সাধারণ মানুষ। দিল্লি ও লখনউয়ের পরিস্থিতি খুবই খা'রা'প। 

বেঙ্গালুরুতে প্র'তিবা'দ দেখানোর জেরে পুলিশের হাতে হে'ন'স্তার শি'কা'র হয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তাকে আ'ট'ক করা হয়। দিল্লিতে আ'ট'ক করা হয় বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদবকে। কলকাতায় নাগরিক সমাজের মিছিলে হাঁটেন অপর্ণা সেন-কৌশিক সেন-অনির্বাণ ভট্টাচার্যের মতো চলচ্চিত্র জগতের খ্যাতনাম ব্যক্তিত্বরা।

অ'শা'ন্তির জে'রে আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রেড্ডি এদিন বিরো'ধীদের কটাক্ষের সুরে বলেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মের নামে পড়ুয়া ও মহিলাদের খেপিয়ে তুলছে। সংশোধিত নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে প্র'তিবা'দ দেখাতে সাধারণ মানুষকে উত্তে'জিত করছে বিরো'ধীরা।’ 

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। 

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরো'ধিতায় দেশজুড়ে বিক্ষো'ভ হচ্ছে। এমনকী বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জ'রু'রি বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে