শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ০৭:১০:৫০

পুলিশের হাত ফস্কে মিছিলে, দিল্লির রাজপথে নামলো জনস্রোত

পুলিশের হাত ফস্কে মিছিলে, দিল্লির রাজপথে নামলো জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন (সিএএ)-এর বি'রু'দ্ধে প্র'তিবা'দে উ'ত্তা'ল হল দিল্লি। দুপুর ২টা নাগাদ জামা মসজিদ থেকে দলিতদের সংগঠন ভীম আর্মির বিশাল মিছিল স্লো'গা'ন তুলে রওনা দিয়েছে যন্তরমন্তরের উদ্দেশে।

এই বিশাল প্র'তিবা'দ মিছিলকে শুরুতেই আ'ট'কানোর জন্য অনেক চেষ্টা করেছিল পুলিশ। সকাল থেকেই ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে আ'ট'ক করার জন্য ওত পেতে ছিল। কিন্তু কখনও ভিড়ে মিশে, কখনও পুলিশের হাত ছাড়িয়ে মিছিলের নেতৃত্ব দিলেন তিনি।

এ দিনের মিছিলের জন্য পুলিশের তরফে কোনও অনুমতি মেলেনি। চন্দ্রশেখর যাতে জামা মসজিদে মিছিলে যোগ দিতে না পারেন, তার জন্য জামা মসজিদের গেটে পাহাড়ায় ছিল পুলিশ। এক সময় চন্দ্রশেখরের আ'ট'ক হওয়ার খবরও ছড়িয়ে পড়ে। 

কিন্তু তার পরই চন্দ্রশেখর নিজে টুইট করে জানিয়ে দেন, ‘গু'জবে কান দেবেন না। আমি যে কোনও পরিস্থিতিতে যন্তনমন্তর পৌঁছাব।’ পুলিশি এত বা'ধা সত্ত্বেও দুপুরে নামাজ পড়ার পর পুলিশি বাধার তোয়াক্কা না করেই জামা মসজিদ থেকে বিশাল জ'নস্রো'ত রওনা দেয়। 

চন্দ্রশেখরের নেতৃত্বে দিল্লির জামা মসজিদ থেকে দুপুর ২টা নাগাদ রওনা দেয় মিছিল। সামনে ছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। তার হাতে ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপি এবং অম্বেডকরের একটি ছবিও ছিল। পুলিশকে ফাঁকি দিয়ে জামা মসজিদের সমাবেশে ঢু'কে পড়েন চন্দ্রশেখর।

জামা মসজিদের বাইরে বেরনোর গেট ব'ন্ধ করে দিয়ে প্র'তিবা'দীদের আ'টকা'নোর চে'ষ্টা করেছিল পুলিশ। কিন্তু বিশাল জ'নস্রো'তের সামনে পুলিশি বা'ধা কা'র্য'ত ভেঙে পড়ে। জামা মসজিদ থেকে রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল। এর কিছু পরে দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আ'ট'ক করেছিল পুলিশ। 

তবে চন্দ্রশেখরকে আ'ট'ক করে রাখতে পারেনি পুলিশ। পুলিশ ভ্যানে তোলার আগে পুলিশের হাত ছা'ড়িয়ে মি'ছি'লে ফের তিনি ঢু'কে পড়েন। সহারণপুরে হিং'সার ঘটনায় তাকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তবে পরে ইলাহাবাদ হাইকোর্ট তার গ্রে'ফ'তা'রিকে রাজনৈতিক উদ্দে'শ্যপ্রণো'দিত মন্তব্য করে চন্দ্রশেখর আজাদকে জামিন দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে