শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৩:২২

কোনো বাধায় রুখতে পারেনি মুসলিমদের, রাজপথে জনসমুদ্র

কোনো বাধায় রুখতে পারেনি মুসলিমদের, রাজপথে জনসমুদ্র

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকক্ত্ব বিলের প্র'তিবা'দে শুক্রবার দেশটির রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ থেকে দলিতদের সংগঠন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে বিশাল মিছিল হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর কয়েক হাজার মানুষ বি'ক্ষো'ভ দেখাতে শুরু করেন। এই বি'ক্ষো'ভের নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ। এ সময় তার হাতে ছিল ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপি।

জামে মসজিদ থেকে মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ মসজিদ চত্বরে বি'ক্ষো'ভ প্রদর্শন বে'আ'ইনি দাবি করে কোনো অ'নুম'তি দেয়নি।

শুক্রবার সকাল থেকেই পরিচয়পত্র চেক করে মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হয়। ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ যেন মসজিদে প্রবেশ করতে না পারেন তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে জামা মসজিদের সমাবেশে প্রবেশ করেন চন্দ্রশেখর।

জামে মসজিদের ফটক ব'ন্ধ করে দিয়ে বিক্ষো'ভকারীদের আ'টকা'নোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু বিশাল জ'নস্রো'তের সামনে পুলিশি বা'ধা ভেঙে পড়ে। জামে মসজিদ থেকে সবাই রাস্তায় নেমে মিছিল করতে থাকে। এ সময় দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আ'ট'ক করে পুলিশ।

তবে চন্দ্রশেখরকে আ'ট'ক করে রাখতে পারেনি পুলিশ। তাকে ভ্যানে তোলার আগেই পুলিশের হাত ফঁ'সকে আবার মিছিলে প্রবেশ করেন 'ভীম' চন্দ্রশেখর। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে