শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৭:৫৩

প্রব'ল চা'পের মুখে নাগরিকত্ব বিলে পরিবর্তন; সমাধানের পথে মোদি সরকার!

প্রব'ল চা'পের মুখে নাগরিকত্ব বিলে পরিবর্তন; সমাধানের পথে মোদি সরকার!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে প্রতি'বাদের ঝড়। একের পর এক রাজ্যে জ্ব'লছে প্র'তিবা'দের আ'গু'ন। অ'বিল'ম্বে নাগরিকত্ব সংশো'ধনী আইন প্র'ত্যা'হার করতে হবে, দাবিতে উত্তাল হচ্ছে ভারত। 

প্র'ব'ল চাপের মুখে মোদি-অমিত শাহ'রা। এই অবস্থায় কিছুটা হলে পিছু হটল মোদি সরকার। নাগরিকত্ব প্রমাণে দেশবাসীকে স্বস্তি দিয়ে বড়সড় ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রনালয়। মন্ত্রনালয়ের অফিসিয়াল টুইটারে পেজে এই বিষয়ে সমাধানের রাস্তা কি সেটা জানানো হল।

মন্ত্রনালয় জানাচ্ছে, ১৯৭১ এর আগে যারা ভারতে রয়েছেন তাদের নাগরিকত্ব প্রমাণে পূর্ব-পুরুষদের (বাবা-দাদার) পরিচয়-পত্র অথবা জন্মের শংসাপত্রের কোনও প্রয়োজন হবে না।

মন্ত্রনালয়ের তরফে আরও জানানো হয়েছে যে, নিরক্ষর নাগরিকদের ক্ষেত্রে যাদের কোনও নাগরিক হিসাবে প্রমাণ্য নথিপত্র নেই সেক্ষেত্রে স্থানীয় লোকের সাক্ষ্য হলেই চলবে। অথবা স্থানীয় কোনও প্রমাণ পত্র জমা করলেই চলবে বলে মন্ত্রনালয়ের তরফে জানানো হয়েছে।

পাশাপাশি আরও একটি টুইট করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তরফে। সেখানে আরও বলা হয়েছে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণে জন্ম অথবা জন্মস্থান অথবা উভয়ই রয়েছে এমন কোনও নথি জমা করা যাবে প্রমান্য হিসাবে। এর একটা তালিকা দেওয়া হবে যার ফলে মোটের উপর সব নাগরিকেরই নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে কোনও অসুবিধা হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে