আন্তর্জতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল ও গ্রিসের বাস্কেটবল ক্লাবের খেলার সময় গ্রীসের সমর্থকরা ইসরাইলি পতাকায় আ'গুন দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রিসের বাস্কেটবল ক্লাব এ-ই-কে'র হাজার হাজার সমর্থক ফিলিস্তিনের পতাকা ওড়ান। তারা ইসরাইলি কারাগারে ব'ন্দি কয়েক জন ফিলিস্তিনি নেতার ছবিও তুলে ধরেন।
ইউরোপীয় বাস্কেটবল লীগের আওতায় অনুষ্ঠিত ইসরাইলি ক্লাব হাপোয়েল-এর সমর্থকদের সঙ্গে কোনো সং'ঘাতে না গিয়েই দখলদার ও বর্ণবাদী অবৈধ ইসরাইল সরকারের পতাকায় আ'গুন দেন। দখ'লদার ইসরাইল এশিয়ায় অবস্থিত ফিলিস্তিনি ভূমি দ'খল করে রাখা সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের টিমগুলো মুসলিম ও আরব দেশগুলোর নিষে'ধাজ্ঞা বা ব'য়কট এড়াতে ইউরোপের লীগগুলোতে অংশ নিয়ে থাকে। সূত্র : পার্সটুডে।