আন্তর্জাতিক ডেস্ক : ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্র'তিবা'দে যখন উ'ত্তা'ল ভারত তখন পুলিশের হাতে আ'ট'ক হয়েছেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা মুখার্জী।
আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে থেকে শর্মিষ্ঠা মুখার্জীকে আ'টক করা হয়।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার দুপুরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্র'তিবা'দে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে দিল্লি কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বি'ক্ষো'ভ করছিলেন শর্মিষ্ঠা।
এ সময় পুলিশ সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠাকে গ্রে'ফতার করে। তার সঙ্গে দলটির অন্তত ৫০ মহিলাকে আ'ট'ক করে পুলিশ।
উল্লেখ্য, প্রধান শর্মিষ্ঠা দিল্লি কংগ্রেসের মহিলা ইউনিটের প্রধান। নিজের আ'টকের কথা টুইটারে নিজেই জানিয়েছেন শর্মিষ্ঠা। তিনি টুইটে লেখেন, আমাদের আ'টক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।