শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ১১:০০:৫৬

জনতা-পুলিশ ব্যা'পক সংঘ'র্ষে উত্তরপ্রদেশে নিহ'ত ৬

জনতা-পুলিশ ব্যা'পক সংঘ'র্ষে উত্তরপ্রদেশে নিহ'ত ৬

আন্তর্জতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনতা-পুলিশ ব্যা'পক সংঘ'র্ষে গতকাল শুক্রবার সারা দিন ধরে তা'ণ্ডব চলেছে ভারতের উত্তরপ্রদেশের অন্তত ২০টি জেলায়।

যোগী আদিত্যনাথের রাজ্যে এ দিন গু'লিবি'দ্ধ হয়ে মা'রা গিয়েছেন ৬ জন। রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ জানান, বিজনৌরে নিহ'ত হয়েছেন দু’জন, সম্ভল, ফিরোজাবাদ ও মেরঠে এক জন করে। কানপুরেও এক জনের মৃ'ত্যুর কথা জানান অন্য কর্তারা।

ডিজি-র দাবি, পুলিশ আজ একটিও গু'লি চালায়নি, কাজেই এরা কেউ পুলিশের গু'লিতে মা'রা যাননি। আর এক পুলিশ অফিসারের দাবি, গু'লি চললে তা প্রতিবাদীরাই চালিয়েছে। যদিও ক্যামেরা এই কথা বলছে না। একাধিক ছবিতে রীতিমতো ব'ন্দুকে নিশানা করতে দেখা গিয়েছে পুলিশকে। ভি'ডিওতেও শোনা গিয়েছে গু'লির শব্দ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে