শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৬:৫২

পেশিশক্তি না দেখিয়ে মাথানত করুন : মোদির উদ্দেশ্যে মমতা

পেশিশক্তি না দেখিয়ে মাথানত করুন : মোদির উদ্দেশ্যে মমতা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সং'শো'ধ'নী আইন র'দ করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হ'স্তক্ষে'প দাবি করলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নাগরিকত্ব সংশোধনী আইন অবিলম্বে র'দ করতে হবে। এই মর্মে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উদ্দেশ্যে বলেন, জে'দাজে'দি না করে আসুন একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা করি।

মমতা বলেন, দেশজুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে। মানুষ আজ ঐক্যবদ্ধ। কেন্দ্রের আনা নাগরিকত্ব সং'শো'ধ'নী আইনের প্র'তিবা'দে প্রতিবা'দকে গণ আন্দোলনে রূপান্তরিত করেছে মানুষ। মানুষই এই আন্দো'লনকে চ'রমে পৌঁছে দিয়েছে। রা'গের বহিঃপ্রকাশে কিছু হিং'সা'ত্ম'ক ঘটনা প্রথমদিকে ঘটেছে ঠিকই। বর্তমানে গণতান্ত্রিক পথে এগিয়ে চলেছে আন্দোলন।

মমতা এদিন দেশে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হ'স্তক্ষে'প দাবি করেন। আবার বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বি'রু'দ্ধে স'মালো'চনাও করেন। তিনি বলেন, ১৯৮০ সালের একটি দলের কাছে আমরা দেশাত্মবোধ শিখব না। আমরা জানি কী করা উচিত, কী করা উচিত নয়। দেশ আজ জ্ব'ল'ছে, সেই দায় অস্বীকার করতে পারবে না মোদী সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে