আন্তর্জাতিক ডেস্ক : সং'শো'ধিত নাগরিকত্ব আইনের (এনআরসি) বিরো'ধীতায় কলকাতার রাজপথে এবার ঢেউ তুললেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে মি'ছিলের অভিমুখ মুরলিধর সেন লেনের বিজেপি দফতরের দিকে।
ঝা'মে'লা-গো'লমা'লের আ'শ'ঙ্কায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আইন বা'তিলের দাবিতে যাদবপুর, প্রেসিডেন্সি, এসআরএফটিআই, আলিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিলে অংশ নিয়েছেন। প্রথমে ঠিক ছিল শহীদ মি'ছি'ল মহাজাতি সদন পর্যন্ত যাবে। কিন্তু শহীদ মিনারে জমায়েতের পর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন, মি'ছি'ল যাবে বিজেপি দফতর পর্যন্ত।
শত শত ছাত্র-ছাত্রীরা মি'ছিলে অংশ নিয়েছেন। প'রি'স্থি'তি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে কারণে পুলিশের কড়া নজরদারিও রয়েছে। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করতে হবে।
বাম, কংগ্রেস এবং তৃণমূল পথে নেমে নাগরিকত্ব আইনের বি'রো'ধি'তা করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টানা তিন দিন ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করেছেন।
অভিনেত্রী-চিত্র পরিচালক অপর্ণ সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনসহ বিশিষ্টজনেরাও প্রতিবাদে পথে নেমেছেন। এবার শিক্ষার্থীদের প্র'তিবা'দের জেরে কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরো'ধী আন্দোলন নতুন মাত্রা যোগ করল। সূত্র : আনন্দবাজার