আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের একবার মোদি সরকারের বি'রু'দ্ধে সু'র চ'ড়ালে'ন আসাদউদ্দিন ওয়েইসি। তার কথায়, শুধু মুসলিমরাই নন, সমস্ত দেশবাসীর উপর এই আইনের প্র'ভা'ব পড়বে। তাই ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দেশব্যাপী আন্দোলনের মধ্যে শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর সদর দফতরে বিশেষ বৈঠক ডেকেছিল ইউনাইডেট মুসলিম অ্যাকশন কমিটি।
সেখানেই মোদি সরকারের বি'রু'দ্ধে ক্ষো'ভ উ'গরে দেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, 'লাইনে দাঁড়িয়ে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে কেন? এই মাটিতে জন্মেছি আমি। এই দেশেরই বাসিন্দা। তারপরেও ১০০ কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হবে। প্রমাণ দিতে হবে নাগরিকত্বের। এটা শুধুমাত্র মুসলিমদের স'ম'স্যা নয়, বরং প্রত্যেক ভারতবাসীর সমস্যা। মোদিভক্তদের বলে রাখি, কাগজপত্র হাতে নিয়ে আপনাদেরও কিন্তু লাইনে দাঁড়াতে হবে!'
দেশভাগের সময় ভারতে থেকে গেলেও, স্বাধীনতার ৭০ বছর পরও ভারতে মুসলিমদের সন্দে'হের চোখে দেখা হয় বলেও অ'ভিযো'গ তোলেন ওয়েইসি। তিনি বলেন, জিন্নার দ্বি-জাতি তত্ত্ব প্র'ত্যা'খ্যা'ন করে দেশভাগের সময় এ দেশেই থেকে গিয়েছিলেন ভারতীয় মুসলিমরা। আ'ঘা'ত নয়, সর্বতোভাবে এই দেশকে র'ক্ষা করতেই ল'ড়া'ই চালিয়ে যাচ্ছি আমরা। তা সত্ত্বেও স্বাধীনতার ৭০ বছর পরেও মর্যাদার জন্য ল'ড়া'ই করতে হচ্ছে ভারতীয় মুসলিমদের। সকলের স'ন্দে'হ দূর করতে হচ্ছে।
ওয়েইসি আরও বলেন, বলা হচ্ছে, পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ রয়েছে। সেখানে চলে যান। কেন যাব? আপনারা যান দেখি! ভারতে জন্মেছি আমি। ভারতকেই ভালবাসি। তাই এই দেশ নিয়েই যাবতীয় মাথাব্য'থা আমার। গু'লি চালানোর হলে চালান। আপনাদের গু'লি ফুরিয়ে যাবে। কিন্তু ভারতের প্রতি আমার ভালবাসা ফুরোবে না।